¡Sorpréndeme!

Abbas Siddiqui - Asaduddin Owaisi AIMIM জোট | কী বললেন BJP র প্রতি বিরক্ত মতুয়ারা? | Peoples Review

2021-01-12 2 Dailymotion

মতুয়া সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে তাদের নাগরিকত্ব নিয়ে হয়রানির শিকার। মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েই ২০১৯ সালে মতুয়া নমঃশূদ্র প্রভাবিত ১৮ টা লোকসভা এলাকায় বিপুল ভোটে জিতেছিলো বিজেপি। কিন্তু এখনো BJP শাসিত কেন্দ্র সরকার CAA এর Rules প্রকাশ করতে পারেনি। স্বাভাবিক ভাবে BJP র উপর ক্ষুব্ধ মতুয়ারা। অন্যদিকে মতুয়াদের নাগরিকত্বের দাবিকে সমর্থন জানিয়েছেন ফুরফুরা শরীফ এর পীরজাদা আব্বাস সিদ্দিকী। এই ভাবে BJP প্রচারিত মুসলিম বিদ্বেষে ধাক্কা দিতে সফল হয়েছেন আব্বাদ সিদ্দিকী। স্বাভাবিকভাবেই খুশী মতুয়ারা। কিন্তু তাদের মনে আশংকা দেখা দিয়েছে মিম প্রধান আসাদউদ্দিন ওয়েসি পীরজাদা আব্বাস সিদ্দিকীর বাড়ি গিয়ে জোট প্রস্তাব দেওয়ার পর। এই নিয়ে আমাদের প্রতিবেদন।